সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মা

মানিকগঞ্জের সিংগাইরে মূল্যবোধ,নৈতিকতা,পরার্থপরতা ও দেশ প্রেমে তরুণ সমাজকে উদ্বুদ্ধকরণ সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(১৩ অক্টোবর) সকাল ১০ টার দিকে ওয়েভ ফাউন্ডেশনের সহযোগীতায় বাংলাদেশ ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনায় ও সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থায়নে সিংগাইর সরকারি কলেজের হলরুমে উপজেলা নির্বাহি অফিসার দিপন দেবনাথ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভা পরিচালনা করেন- ওয়েভ ফাউন্ডেশনের উপ-সম্বনয়কারি কারুজ্জামান যুদ্ধ। এতে সন্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ট্রাস্টি,কিউকে আহমদ ফাউন্ডেশন এবং এ্যাডজাঙ্কট প্রফেসর,ইংরেজী ও হিউম্যানিটিস বিভাগ,জাহাঙ্গীরনগর বিদ্যালয় এসএম শফি আহমেদ,ওয়েভ ফাউন্ডেশন,নির্বাহী পরিচালক মহসিন আলী,সন্মানীত সদস্য পরিচালনা পর্ষদ,কিউকে আহমদ ফাউন্ডেশন ও নির্বাহী পরিচালক,বাংলাদেশ উন্নয়ন পরিষদ ড. নিলুফার বানু। বক্তরা বলেন,যুব সমাজ ধ্বংশের দারপ্রান্তে তাই অভিভাবকদের সচেতন হওয়া জরুরি। ছেলে,মেয়েরা মোবাইলে আসক্ত হওয়ার আগেই খেলাধুলা,সাংস্কৃতিক,বিভিন্ন প্রতিযোগীতা মূলক অনুষ্ঠানে অংশগ্রহন করাতে হবে। কারন আজকের ছেলে,মেয়েরা আগামী দিনের ভবিষ্যৎ। যুবকরা পরে সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখতে। বিশেষ অতিথি হিসাবে আরোও বক্তব্য রাখেন,সিংগাইর সরকারি কলেজের অধ্যক্ষ নুরু উদ্দিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনা পারভীন,সিংগাইর সরকারি কলেজের সাবেক অধ্যাপক জগদিস চন্দ্র মালো,কোষাধ্যক্ষ ও সন্মানিত সদস্য পরিচালনা পর্ষদ,কিউকে আহমদ ফাউন্ডেশন তরফদার মো.আরিফুর রহমান,সিংগাইর সরকারি কলেজের অবসর প্রাপ্ত সহযোগী অধ্যাপক বেনী মাধব সরকার,ভূমদক্ষিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক,কালিয়াকৈর খান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী সাদিয়া আক্তার রিয়া,নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ইমরান হোসেন প্রমুখ। এতে উপস্থিত ছিলেন-সভাপতি,উপজেলা লোক মোর্চা কমিটি হাজী মো.আব্দুল বারেক খান,সাধারন সম্পাদক আনোয়ারা খাতুন,ওয়েভ ফাউন্ডেশন,প্রোগ্রাম এডভাইজার আব্দুস শুকুর,সহকারি সম্বনয়কারি ফিরোজ হোসেন,লোকমোর্চা প্রকল্পের উপজেলা সম্বনয়কারি হাবিবুল ইসলাম,টেকনিক্যাল অফিসার রাকিবুল ও মতিউর রহমান,লোকমোর্চা প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সবুজ আলী প্রমুখ। এ ছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল,কলেজের শিক্ষক ছাত্র/ছাত্রীসহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অতিথিবৃদ্ধ উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র/ছাত্রীদের দেয়ালিকা,কুইজ প্রতিযোগীতা,কোরিও গ্রাফিতে অংশগ্রহনকারিদের মাঝে ক্রেষ্ট বিতরন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *