আবুল বাসার আব্বাসী,মানিকগঞ্জ প্রতিনিধি।। ১৩ সেপ্টেম্বর
মানিকগঞ্জ -২ আসনের সংসদ সদস্য  ও কন্ঠশিল্পী
মমতাজ বেগম বলেছেন,সরকার আমাদের অর্থদেয় লুটপাট করার জন্যনয়।দেশের উন্নয়নে কাজ করার জন্য দেয়।আর দেশের উন্নয়নের জন্য সতভাগ কাজ একমাত্র আওয়ামীলীগ সরকারই করে থাকে।
সম্প্রতি মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যলয়ের নতুন ভবন উদ্ধোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে  মানিকগঞ্জ -২ আসনের সংসদ সদস্য  ও কন্ঠশিল্পী মমতাজ বেগম এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লেমুবাড়ী বি: সু: উচ্চ বিদ্যালয়টি  একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।
আজকের  বিদ্যায়ের দৃষ্টিনন্দন  ভবনটি আমার হাতদিয়ে হয়েছে। এই সুন্দর জায়গাটিতে দুটি ভবন নির্মান হওয়াতে  বিদ্যালয়ের  সুন্দর্য্য  অনেক বৃদ্ধি পেয়েছে।এলাকার ছাত্র/ ছাত্রীদের পড়ালেখা করার জন্য চমৎকার একটা জায়গা হয়েছে।
মমতাজ বেগম বলেন,লেমুবাড়ী বি: সু: উচ্চ বিদ্যালয়টি  একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়ের মাঠ,ঘেট,ভবন সবি  আওয়ামীলীগ সরকারের আমলে জননত্রী শেখ হাসিনার কাছ থেকে আমার হাত দিয়ে  আনার চেষ্টাকরেছি। আমর এলাকার উন্নয়নের জন্য এইসকল কাজগুলি এনে থাকি । আমি যেটা পারবোনা সেটা বলে জনগনকে মিথ্যা আশ্বাস  দেওয়ার অব্ভাস আমার নাই।
করোনার কারনে দুই তিন বছর আমি আসতে পারিনাই। কিন্ত এলাকার উন্নয়নের জন্য কি করতে হবে সবি মাথায় আছে।  দেশ স্বাধীনের পরথেকে কত এমপি মন্ত্রী আসছে। কিন্ত এখন পর্যন্ত সেই জরাজীর্ণ  ভবনটিই রয়েগেছে। তিনি বিদ্যালয়ের পুড়াতন ভবনটি সংস্কারের জন্য  ১০ লক্ষটাকার অনুদানের ঘোষনা দেন।
মমতাজ বেগম বরেন আমরা একসময় কেউ থাকবোনা।কিন্ত এই স্মৃতিগুলি ঠিকই থাকবে। কারহাত দিয়ে হয়েছে  কার মাধ্যমে হয়েছে মানুষ ঠিকই মনে করবে। এমপি মমতাজ আরো বলেন,সরকার আমাদের অর্থদেয় লুটপাট করার জন্যনা।দেশের উন্নয়নের জন্য দেয়।আর দেশের উন্নয়নের জন্য সতভাগ কাজ একমাত্র আওয়ামীলীগ সরকারই করে থাকে। দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য  আসন্য জাতীয় সংসদ নির্বাচনে  নৌকামার্কায় ভোটদিয়ে আওয়ামীলীগ সরকারকে আবার নির্বাচিত করার  আহবান জানান।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযােদ্ধা এম এ হোসেন এর সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের ,সাধারন সম্পাদক এ্যা. মো: আব্দুস সালাম,মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলী,
জেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবেদ হোসেন বিপ্লব, সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো; শহিদুর রহমান,জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, পুটাইল ইউপি চেয়ারম্যন ও সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিদুর রহমান মহিদ,
পুটাইল শাখা আওয়ামীলীগ সভাপতি মনোয়ার হোসেন বিশ্বাস গিনি,সাধারন সম্পাদক মো: এনামুল হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *