
মানিকগঞ্জ সংবাদদাতাঃ১১ মার্চ
বিএনপির ¯’ায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান বলেন,৭৫ সালে মাত্র ১১ মিনিটের ব্যাবধানে জাতীয় সংসদের ভিতরে বসে তৎকালীন আওয়ামীলীগ সরকার গনতন্দ্রকে গত্যা করে বহুদলীয় গনতন্দ্রকে পিছনের ফেলে এক দলীয় বাকশাল কায়েম করেছিল।এখন আমাদের প্রশ্ন দেশে কেন আবার অলিখিত বাকশাল চলছে ।দেশের মানুষ এ জুলুম থেকে মুক্তি চায়।আওয়ামীলীগ তাদের নিজেদের অপকর্মের কারনে আগামীতে সুষ্ট নির্বাচনের আয়োজন করতে ভয় পায়।কারন মানুষ তাদের আর ভোট দিবে না।
আজ ১১ মার্চ বিএনপির ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে মানিকগঞ্জ জেলা বিএনপি আয়োজিত বেউথা এলাকায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন ।
মানববন্ধন চলাকালে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারন সম্পাদক এস এম জিন্নাহ কবির,সহ-সভাপতি এ্যাডভোকেট আজাাদ হোসেন খান,মাকসুদুর রহমান মুকুল,আতাউর রহমান খান ভ‚ইয়া ফরিদ,জহিরুল ইসলাম খান লোদি,এ্যাডভোকেট সামসুল আলম, া্েযাড,মেজবাউল হক মেজবা,সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার প্রমূখ।
ড.মঈন খান বলেন,এদেশে দিনের ভোট দিনেই দিবে হবে।দিনের ভোট আগের রাতে দেওয়া চলবে না।যদি এবাবে দিনের ভোট রাতে হয় তাহলে আর কোন দিন এ সরকার পরিবর্তন হবে না।তিনি বলেন আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো।এখন কি সেই পরিবেশ আছে।এসব কাজ কর্মের কারনে আওয়ামীলীগ সরকারের প্রতি বাংলাদেশের সাধারন মানুষের আ¯’া নেই।তাই সরকার সুষ্ট নির্বাচনের আয়োজন করতে ভয় পায়।
তিনি বলেন,সরকার মেগা উন্নয়নের নামে যেটা করেছে সেটা হ”েছ মেগা দূনীতি ।তারা এ দেশের অর্থনীতি ধবংস করে দিয়েছে।তাদের নেতা কর্মীরা হাজার হাজার কোটি টাকা দেশের বাহিরে পাচার করে দিয়েছে।
পাকি¯’ান আমলেন কথা উল্লেখ করে তিনি আরো বলেন,আমরা পাকি¯’ানের অর্থনীতি ধবংস করার জন্য ২২টি পরিবারকে চিন্হ করেছিলাম।তথন আমরা বলেছিলাম পূর্ব পাকি¯’ানের সমস্ত অর্থ নিয়ে পশ্চিম পাকি¯’ানের উন্নয়ন করেছিল।সেই পাকি¯’ান সরকার।আমরা সেই জন্যে প্রতিবাদ করেছিলাম।সেখানের ২২টি পরিবার সৃষ্টি হয়েছিল।আওয়ামীলীগের সরকারের কাছে তিনি প্রশ্ন তুলে দিয়ে বলেন আমরা যদি সেই অন্যায় থেকে বের হওয়ার জন্য মুক্তিযুদ্ধের মাধ্যামে বাংলাদেশ সৃষ্টি করে থাকি।তার জন্য যুদ্ধ ক্ষেত্রে লক্ষ লক্ষ লোক বুকের তাজা রক্ত দিয়ে এ দেশে স্বাধীন করেছিলাম।তাহলে আজকের সরকার ২২টি পরিবাবের ¯’নে ২২২টি পরিবার কেন সৃষ্টি করেছে।তারা দেশের টাকা লুটপাট করছে।তারা শুধু লুন্টনি করেনি দেশের লক্ষ লক্ষ বিদেশে পাচার করছে।