মানিকগঞ্জ সংবাদদাতাঃ১৫ অক্টোবর
ইসলামী আন্দোলনে আমীর সৈয়দ মুফতী মুহাম্মদ রেজাউল করীম আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে বলেন,প্রধান মন্ত্রীর মুখপাত্র সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিছু দিন আগে বলেছেন দিল্লী আছেতো আমরা আছি। এ কথার ব্যাখা আমরা পরিস্কার ওবায়দুল কাদেরের কাছ থেকে জানতে চাই।এ কথার মাধমে জাতীকে পরিস্কার মেসেজ দিয়েছে আমরা এখন স্বাধীন নাই। আমরা পরাধীন ।আমাদেরকে নিয়ন্ত্রণ করে ভারত বা দিল্লী।এই হলো আমাদের দেশের অবস্থা।ভারত আমাদের থেকে যা নিলো তা থেকে আমরা কি পেলাম।এক কথায় দেশ কিন্তু হুমকির পথে।
তিনি গতকাল রোববার ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার উদ্যেগে স্থানীয় ”ল”কলেজ মাঠে আয়োজিত বিশাল জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি দেশের মানবধিকারের অবস্থা সম্পর্কেতিনি বলেন,আজকে দেখেন যে,যখন মানুষ রাস্তায় নামে তখান খবর পাওয়া যায় ওমুককে পাওয়া যায় না গুম হয়ে গেছে।এরকম শত শত মানুষ বাংলাদেশে গুম হয়ে গেলো।লাশটা পর্যন্ত পাওয়া গেলো না।কত মায়ের কুল খালি হলো, কত স্ত্রী বিধবা হলো,সন্তানেরা এতিম হলো। আজকে ঘরে থাকলে খুন ।
তিনি আরো বলেন,যারা আওয়ামী লীগ করবে না এ রকম লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলার মাধ্যমে আজকে তাদের দিন রাত্রি জেলের ভিতর কাটাতে হচ্ছে।এই আওয়ামীলীগ সরকার যখন বিরোধি দলে ছিল।তখন তারা কিন্তু তত্বাবধায়ক সরকারের মাধমে সুন্দর একটি অবাধ নির্বাচনের ব্যাপারে বাংলাদেশে পনে দুইশোর উপরে হরতাল অবরোধসহ বিভিন্ন ধরনের প্রোগ্রাম রাজপথে দিয়েছিল।আমরা এটাও দেখিছি লগি বৈইঠা দিয়ে রাজ পথে খাকা মানুষদের পিটিয়ে মারা হয়েছে।তখন তাদের দাবীটা ছিল একটা নিরপেক্ষ গ্রহনযোগ্য জাতীয় নির্বাচনের দাবী।আজকে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেলো।যাওয়ার পরে তত্বাবধায়ক সরকার কি জিনিস বুঝে না।তারা এখন দলীয়ভাবে নির্বাচন করবে ক্ষমতায় থাকবে।আপনি প্রধান মন্ত্রী আপনার কাথার উপর আস্তা রাখা আমাদের জরুরী ব্যাপার।কিন্তু বিগত দিনের আপনার ধোকা বাংলাদেশের জনগন বুঝে গেছে।
বিগদ সময়ের নির্বাচন নিয়ে তিনি বলেন,২০১৪ সালে নির্বাচন করেছেন ১৫৪ জনের মত এমপি বিনা ভোটে নির্বাচিত।এরা কি জনগনের সরকার হয়?।২০১৮ সালে আপনি ওয়াদা করেছিলেন আসেন একটা সুষ্ট অবাধ নিরোপেক্ষ নির্বাচন হবে।আমরা সবাই গিয়েছিলাম।তখন দিনের ভোট রাতে বাক্সের ভিতর আগেই ঢুকিয়ে সুন্দর তারা পরিপাটি হয়ে অবৈধ্যভাবে সরকার ঘোষনা করলেন।আজকের এই অবস্থায় দেশের সুষ্ট নির্বাচন ফিরিয়ে আনতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটি সুষ্ট নির্বাচন দরকার।
প্রধান মন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন,আপনি যদি দেশের এতই উন্নয়ন করে থাকেন।তাহলে নির্দলীয় জাতীয় সরকারের অধিনে নির্বাচন দিতে ভয় পাচ্ছেন কেন।আপনি যদি দেশে এত ভাল কাজ করে থাকেন জনগনতো আপনাকে ভোট দিবে।তাহলে কেন ভয় পাচ্ছেন। আজকে আমেরিকাসহ বিভিন্ন দেশ নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন করার দাবী করছেন।
সমাবেশে মানিকগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা শহিদুল্লাহ”র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সোলায়মানের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-মহাসচিব ফজলে বারাী মাসউদ,কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসাইন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *