স্টাফ রিপোর্টারঃ
স্ব স্ব এলাকার মাটি ও মানুষের পাশে থেকে পেশাদারিত্বের সাথে গণমানুষের কল্যাণে নানা দুর্নীতি, অনিয়ম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংবাদ প্রকাশ করে সমাজে গুরুত্বপুর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসাবে ‘দেশ সেরা সংবাদ সম্মাননা‘ পাচ্ছেন যমুনা টেলিভিশনের মানিকগঞ্জের সিনিয়র করেসপনডেন্ট বি.এম খোরশেদসহ ১০ সাংবাদিক।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে এই সম্মাননা দেওয়া হবে। রোববার(১৫ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনের ট্টাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর
সাংবাদিকদের নামের তালিকা প্রকাশ করেন।
জুরি বোর্ড কর্তৃক মনোনীত সাংবাদিকরা হলেন, দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুারো আকতার ফারুক শাহীন, বিটিভির নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ নুর আলম, যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন, যমুনা টেলিভিশনের মানিকগঞ্জ সিনিয়র করেসপনডেন্ট বি.এম খোরশেদ, দৈনিক সমকালের মাদারীপুর জেলা প্রতিনিধি ফরিদ উদ্দিন মুপ্তি, যুগান্তরের ময়মনসিংহের গৌরীপুর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, এটিএন বাংলার জার্মান প্রতিনিধি খান লিটন, দৈনিক সময়ের আলোর রাজশাহী ব্যুরো প্রধান শফিকুল ইসলাম, প্রথম আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশ এবং দি ডেইলি অবজারভারের রংপুর জেলা প্রতিনিধি লাবলী ইয়াসমিন।
সংগঠনের প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয় জুড়িবোর্ডের মাধ্যমে সংবাদ পর্যালোচনা করে তাঁদের কাজের স্বীকৃতি হিসেবে সেরা সংবাদ সম্মাননা ২০২৪ তালিকা প্রস্তুত করা হয়। আগামী ২২-২৩ ডিসেম্বর কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিতব্য বিজয় শোভাযাত্রা ও মিলনমেলা উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এ সম্মাননা স্মারক প্রদান করবে।
এছাড়া তিন যুগ ধরে সাংবাদিকতা পেশায় অবদান রাখা দেশের ১১ জন সাংবাদিককে যুগরত্ন সাংবাদিক সম্মাননা, চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা এবং পেশাগত দায়িত্ব পালনকালে হত্যার শিকার ৩ জন সাংবাদিককে মরণোত্তর সাংবাদিক সম্মাননা প্রদান করা হবে।
সংগঠনটি আশা করে সাংবাদিকদের এ ধরনের সম্মাননা প্রদান করার ফলে তারা আরও উৎসাহী হয়ে রাষ্ট্র এবং জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *