স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাচাঁমারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাচাঁমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ২ জন মেম্বার প্রার্থীর কর্মীর সমর্থকদের মাঝে বেলা সাড়ে ১২টার দিকে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এসময় ভোট দেওয়ার জন্য কেন্দ্রের পাশে দাঁড়ানো ছিলেন স্থানীয় চরডালুটিয়া গ্রামের মো.মাহাতাব আলী স্ত্রী সুমেলা খাতুন (৫০)। তিনি ভয়ে দৌঁড় দিয়ে কেন্দ্রের পাশে তার বাড়ি চলে যান। বাড়িতে যাওয়ার পর পর তিনি অসুস্থ্য হয়ে মারা যান। দৌলতপুর থাানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সো. জাকারিয়া হোসেন জানান, দুই প্রার্থীর কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টার ধাওয়ার সময় সুমেলা খাতুন ভয়ে স্টোক করে মারা গেছেন। ইউপি নির্বাচন