মো:আমিনুল ইসলাম, দৌলতপুর, মানিকগঞ্জ।

সুপেয় ও নিরাপদ পানির ব্যবস্থা করতে উপকারভোগী সদস্যদের মাঝে ২৪ সেট টিউবওয়ে সহ বেইজমেন্টের মালামাল ও ৭৫ সেট রিং স্ল্যাব লেট্রিন বিতরণ করেছে এড্রা বাংলাদেশ।
২৫ নভেম্বর ২০২৪ খ্রী: রোজ সোমবার বিকাল ২:০০ টার সময় এড্রা বাংলাদেশের কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রজেক্ট (ফেইজ-২) ও ওয়াটার এন্ড স্যানিটেশন সাপোর্ট প্রজেক্টে এর উদ্যোগে এড্রা সুইডেন, সিডা এবং ওয়াটার ফর অল এর আর্থিক সহায়তায় প্রকল্পের ৯৯ জন উপকারভোগী সদস্যদের মাঝে ২৪ সেট টিউবওয়ে সহ বেইজমেন্টের মালামাল ও ৭৫ সেট রিং স্ল্যাব লেট্রিন বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) জনাব আহসানুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জনাব শুভংকর মন্ডল এবং প্যানেল চেয়ারম্যান, চকমিরপুর জনাব মোঃ আমজাত হোসেন ও সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম।
প্রধান অতিথীর বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) সরকারের পাশাপাশি উপজেলার প্রান্তিক মানুষের সুপেয় ও নিরাপদ পানির নিশ্চয়তা করার এবং স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবহারের জন্য রিং স্ল্যাব লেট্রিন বিতরণে যে উদ্যোগ এড্রা বাংলাদেশ নিয়েছে তা একটি মহতি উদ্যোগ এই জন্য তিনি এড্রা বাংলাদেশকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি এড্রা বাংলাদেশের বিভিন্ন সামাজিক এবং সেবামূলক কার্যক্রমের প্রসংশা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জনাব শুভংকর মন্ডল বলেন মানুষের সুস্থ্য জীবন যাপনে বিশুদ্ধ পানির বিকল্প নাই এবং স্বাস্থ্য সম্মত পরিবেশ রক্ষা ও জীবন ধারনের জন্য প্রয়োজন স্বাস্থ্য সম্মত পায়খানা তাই সবাইকে এই দুটি জিনিসের নিশ্চয়তা করতে হবে। সরকার ইতি মধ্যে সারাদেশে এই ব্যপারে কার্যক্রম পরিচালনা করছে, সরকারের পাশাপাশি এড্রা বাংলাদেশও এই ব্যাপরে কাজ করছে যা প্রশংসার দাবী রাখে। বিশেষ অতিথির বক্তব্যে জনাব মোঃ আমজাত হোসেন এড্রা বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমের প্রসংশা করেন। সভায় উপস্থিত ছিলেন ৪০ নং দৌলতপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আয়শা সিদ্দিকা ও বিশিষ্ট ব্যবসায়ি জনাব জয়নাল আবেদীন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এড্রা বাংলাদেশের কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রজেক্ট (ফেইজ-২) এর প্রকল্প ব্যবস্থাপক জনাব জর্জ তমাল চৌধুরী, আরো উপস্থিত ছিলেন দৌলতপুর শাখার প্রকল্প সুপারভাইজার তন্ময় রায়, এম আই এস সজীব মিন্জী, সিডিও ঝর্ণা বেগম, সিমা কুজুর, সিডাব্লিও সুপদ সরকার, মহারানী হালদার, জিয়াসমিন আক্তার, জীবন নাহার এবং প্রিয়াংকা ইসলাম এবং অফিস কেয়ারটেকার প্রদীপ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *