দৌলতপুরে মাদ্রাসার শিক্ষার্থী ধর্ষণের শিকার
দুই কিশোর গ্রেপ্তার
মানিকগঞ্জ সংবাদদাতা ,৮ আগস্ট
সহপাঠীর দ্বারা ধর্ষণের শিকার হয়েছে মানিকগঞ্জের দৌলতপুরে ষষ্ঠ শ্রেণির মাদ্রাসার শিক্ষার্থী। ধর্ষনের ঘটনা মোবাইলে ভিডিও ধারন করার অভিযোগে একই মাদ্রাসার অষ্টম শ্রেণীর এক ছাত্রসহ তার সহযোগিকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ।
দৌলতপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে দৌলতপুর দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী তার পঞ্চম শ্রেণীর এক বান্ধবীর সাথে দুপুরে টিফিনে বাড়ি আসতে ছিলো। এসময় একই মাদ্রসার অষ্টম শ্রেণির ছাত্র তাকে উপজেলা একটি পরিত্যক্ত ভবণে নিয়ে যায়। সাথে থাকা পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থীকে অন্য একটি রুমে আটকিয়ে রেখে ৬ষ্ট শ্রেণির ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে । ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারন করে । ধর্ষণের ঘটনা কাউকে বলে দিলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় হয়।
এদিবে বাড়ি ফিরে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী মা-বাবার কাছে ঘটনাটি খুলে বললে। ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে রোববার সকালে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন।
ঘটনার বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া হোসেন জানান, মামলা হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ওই মাদ্রাসা ছাত্র তার বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ধর্ষণের সেই ভিডিও ক্লিপ। সোমবার ওই শিক্ষার্থীকে ডাক্তারী পরীক্ষার জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হবে। সেই সাথে অভিযুক্ত দুই কিশোর আসামীকে সোমবার আদালতে পাঠানো হবে।