দৌলতপুর সংবাদদাতাঃ০১ নভেম্বর
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পরে বিদ্যুৎ জ্বলোনোর অপরাধে দুই জনকে ২ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।
সোমবার রাতে এ অভিযান পরিচালনা করেন দ্যৗলতপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ ইমরুল হাসান।
জানা গেছে,বিদ্যুৎ সাশ্রয়ে রাত আটটার পর দোকান-পাট বন্ধের সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরুল হাসানের নেতৃত্বে দৌলতপুর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মাইকিং করে দোকান বন্ধ করার জন্য সকলকে সতর্ক করা হয়। বারবার সতর্ক করার পরেও নিষেধাজ্ঞা না মানার কারণে ২ জনকে মোবাইল কোর্টে ২০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।