হরিরামপুর প্রতিনিধিঃ৩১ জুলাই

মানিকগঞ্জের হরিরামপুরে ধূলশুরা এলাকায় পদ্মায় গোসল করতে নেমে মো. তুষার হোসেন মতিয়ার (১৭) নামের কিশোর নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। সে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের দুর্লভদী গ্রামের মোশাররফ হোসেন সানির ছেলে। তুষার হাটিপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে। তবে নিখোঁজ কিশোরকে হত্যা করা করেছে বলে পরিবার দাবি।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানান, রোববার ৩০ (জুলাই) দুপুরে তুষার হোসেন ওরফে মতিয়ার তার বন্ধু মো: অভি (১৬), মো: রাহুল (১৭),.মো: জিহাদ (১৭),মো: সালাউদ্দিন (১৬),.মো:রাতুল (১৭) এর সাথে মোটরসাইকেল করে পদ্মা নদীতে গোসল করতে যায়। সবাই বাড়ি ফিরে আসলেও তুষার ফিরে না আসায় তার বন্ধুদের তুষারের কথা জিজ্ঞেস করলে একেকজন, একেক কথা বলে। কেউ জানায়, তুষার আসতেছে রাস্তায়, আবার বলে তুষার কই জানিনা। তুষারের নিখোঁজের বিষয়টি তার বন্ধুরা নিজেদের মধ্যে গোপন রাখায় সন্দেহ আরো গভীর হতে থাকে।
তুষারের চাচা আজিজ খান জানান, তুষার নিখোঁজ হলো তার বন্ধুরা কাউকে জানালো না কেন? এতেই বোঝা যায়, ওর বন্ধুরা তুষারকে মেরে পদ্মায় ফেলেছে।
তুষারের মা জানান, সন্ধ্যায় তুষারের প্যান্ট, গেঞ্জি ও বাটন মোবাইল দিয়েছে। এন্ড্রয়েড মোবাইল ওগো কাছে। ওদের বিচার চাই, আমার ছেলেরে ফেরত চাই, বলেই কান্নায় ভেঙে পড়েন।
অভিযুক্ত বন্ধুবঅভির বাবা আশরাফ জানান, আমরা খবর পেয়ে হরিরামপুরের ধূলশুড়া এলাকা থেকে দোহার পর্যন্ত পদ্মায় ট্রলার নিয়ে খোঁজাখুজি করছি। আমার ছেলে অভি আর সালাউদ্দিন গোসল করে পদ্মা থেকে আগেই চলে আসছিল। বাকী চারজন পদ্মাপাড়েই ছিল। প্রথমে আমার ছেলে অস্বীকার করলেও বাকীরা একেকজন একেক কথা বলেছে। কেউ বলেছে গোসল করতে দেখেছে। তবে তাদের কারও কথাই স্পষ্ট নয়।
হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমি রাতেই ধূলশুড়া পদ্মাপাড়ে গিয়েছিলাম। রোববার রাত ১১টার দিকে নিখোঁজ কিশোরের এক আত্মীয় অভিযোগ দিয়েছেন। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *