
শাহীন তারেক,মানিকগঞ্জ ২৫ জুন
স্বপনের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মানিকগঞ্জের জেলা প্রসাশক মোহামম্মদ আব্দুল লতিফ,পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন।
শনিবার সকাল ৯টার দিকে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজনে শোভাযাত্রায় সরকারি-বেসরকারি কর্মকর্তা ছাড়াও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।