ডেক্স রিপোর্টঃ২৮সেপ্টেম্বর

রাজবাড়ীর পাংশা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ তাজুল ইসলাম (৪০) ও তার সহযোগী মোঃ হৃদয় মীরকে (২২) দুটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে রাজবাড়ী গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার সকালে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের কাছে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তাজুল ইসলাম পাংশা পৌরসভার কোড়াপাড়া গ্রামের রফিকুল ইসলাম খালাসীর ছেলে এবং হৃদয় পাংশা পৌরসভার নারায়নপুর গ্রামের আব্দুর রহমান মীরের ছেলে। তাজুল ইসলাম ওরফে তাইজেল স্থানীয় ‘তাইজেল’ বাহিনীর প্রধান বলে পরিচিত। তাদের সাথে চরমপন্থী গ্রুপের সংযোগ রয়েছে।

পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের চারাখালী গ্রামের পাঞ্জু শিকদারের মেহগনি বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় দুইজনের প্যান্টের কোমরে গুলিভর্তি বিদেশী পিস্তল পাওয়া যায়। গ্রেফতার হওয়া তাজুল ইসলামের নামে রাজবাড়ীর পাংশা থানায় পাচঁটি এবং হৃদয় মীরের বিরুদ্ধে একই থানায় তিনটি মামলা রয়েছে।

পুলিশ সুপার আরো বলেন, গ্রেফতারদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। তারা পাংশা-কালুখালী এলাকায় চাঁদাবাজি, আধিপত্য বিস্তার ও প্রতিপক্ষকে ঘায়েল করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

তিনি বলেন, রাজবাড়ী জেলা পুলিশ কাউকে ছাড় দেবে না। যতবড় সন্ত্রাসী হোক তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। গ্রেফতারদের অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।–সূত্র নয়াদিগন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *