
মানিকগঞ্জ জেলা সংবাদদাতাঃ৩১ অক্টোবর
মানিকহঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ৫ নং ফেরি ঘাটে ডুবে যাওয়া রো রো ফেরি আমানত শাহ উদ্ধারের সিদ্ধান্ত নিয়েছে কর্তপক্ষ। ফেরিটি তোলার জন্য কাজ কবরে জিনোইন এন্টারপ্রাইজ লিমিটেড নামে একটি বেসরকারি কোম্পানী। তুলতে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে মৌখিকভাবে চুক্তি করেছে ওই কোম্পানীর সাথে।
রোববার (৩১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে জিনোইন এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বদিউল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় তিনি বলেন, সোমবার (০১ নভেম্বর) বিকেলের দিকে আমানত শাহ ফেরি তোলার জন্য আমাদের সব ধরনের যন্ত্রাংশ নিয়ে পাটুরিয়া ঘাটে পৌঁছাবে উদ্ধারকারী দল।
এর আগে গত বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে নোঙর করার পর আমানত শাহ নামে রো রো ফেরিটি কাত হয়ে ডুবে যায়। ফেরিটি কাত হওয়ার আগে তিনটি ট্রাক নামতে পারলেও বাকি ১৪টি ট্রাক ও কাভার্ডভ্যান পদ্মা নদীতে তলিয়ে যায়। তবে এ দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।