আরিচা সংবাদদাতা,২৯ অক্টোবর
পাটুরিয়ায় যানবাহন নিয়ে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে ”প্রত্যয়”আসবে না বলে জানালেন বিআইডব্লিউটিএর চেয়রেম্যান কমোডর গোলাম সাদিক।আজ শুক্রবার পাটুরিয়া ঘটনা¯’লে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন।
পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় তৃতীয় দিনের মত চলছে উদ্ধার অভিযান। এ পর্যন্ত ৯টি ন যানবাহন উদ্ধার কররেছে উদ্ধারকারীরা।
এদিকে সকাল ১০ টার দিকে ঘটনা¯’ল পরিদর্শনে আসেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদিক। তিনি ঘাটে এসেই সাংবাদিকদের উদ্ধার¯’ল থেকে বের হয়ে যেতে বলেন। পরবর্তীতে তিনি উপ¯ি’ত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে উত্তেজিত হয়ে অসদাচারণ করেন।
এঘটনার পরই তিনি আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানান, উদ্ধারকাজে অংশ নেয়ার জন্য উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের পরিবর্তে শিমুলিয়া থেকে রুস্তম নামের আরেকটি জাহাজ আসবে। ”প্রত্যয়ের যে পরিমান পানির গভীরতা দরকার পাটরিয়ায় যে পরিমান নেই।তাই প্রত্যয়ের পরিবর্তে রুস্তম আনা হবে।ফেরিতে থাকা ৪টি যানবাহন উদ্ধারের পরই ফেরি তোলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। সে ক্ষেত্রে বেসরকারী কোন উদ্ধারকারী জাহাজের সহযোহিতা নেয়া হবে।
দুর্ঘটনার প্রথম দিন ঘটনা¯’লে বিতেশে থাকার কারনে আসতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করে বলেন প্রথমে আমরা ট্রাকগুলো উদ্ধার করবো তার পর ফেরি উদ্ধার করবো। আমাদের উদ্ধার কাজ করতে যতদিন লাগবে ততদিন উদ্ধার কাজ করবো।