নিজস্ব প্রতিনিধিঃ০১ নভেম্বর

আসন্ন আগামী ২৮ নভেম্বর মানিকগঞ্জ সদর উপজেলা পুটািইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠকের আয়োজন করেন ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আরশেদ আলী।

আজ সোমবার (০১ নভেম্বর)কাফাটিয়া বাজারে নির্বাচনী সভায় মোঃআব্দুল কাদের মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শাহীনুর রহমান শাহিন,সমাজ সেবক মোঃলিয়াকত আলী,দলিল লেখক আরশেদ আলী,মোঃসাজন মিয়া, খোরশেদ আলমসহ এলাকার গন্যমান্য বক্তিবর্গ।

No description available.মেম্বার পদপ্রর্থী মো.আরশেদ আলী বলেন,আসন্ন নির্বিাচনে আমি একজন মেম্বার প্রার্থী। ইতিমধ্যে আমি পুটাইল ইউনয়নের ৭ নং ওয়াডে র্পাঁচ বছর ইউপি সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছি।জনসেবায় সর্বক্ষন নিজেকে নিয়োজিত রাখতে চেষ্টা করেছি।আগামীতেও জনগন ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকার জনগনের সেবায় কাজ করবো ইনশাল্লাগ।No description available.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *