
আবুল বাসার আব্বাসী,মানিকগঞ্জ প্রতিনিধি : ১৮ নভেম্বর
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জ সদর উপজেলার ৮ নং পুটাইল ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মহিদুর রহমান মহিদ বলেছেন,আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে পুটাইল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলবেন।
বৃহস্প্রতিবার সন্ধায় মানিকগঞ্জের লেমুবাড়ী বিনোদা সুন্দরী বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে পুটাইল ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।পারিবারিক দিক থেকে তিনি একজন আওয়ামী পরিবারের সন্তান।জাতীর জনক বঙ্গবন্ধর শেখ মুজিবুরের নীতি আর্দশে অনুপ্রানীত হয়ে আওয়ামীলীগকে মনে প্রানে ভালোবেশে এসেছেন।তারই ফলশ্রুতিতে এলাকার উন্নয়নের লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আসন্ন পুটাইল ইউপি নির্বাচনে আওয়ামীলীগের দলিয় নৌকা প্রতিক তার হাতে তুলেদিয়েছেনে।তিনি নৌকা প্রতিক পাওয়ায় ইউনিয়নবাসির মাঝে নৗকার এক গনজোয়ার সৃষ্টি হয়েছে। মহিদ আরো জানান,আমি নির্বাচিত হলে দলীয় নেতাকর্মীদের দিনির্দেশনায় ইউনিয়নের প্রতিটি গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্নয়ে ইউনিয়নের উন্নয়নের কাজ করবো।সন্ত্রাস,বাল্যবিবাহ,ইভটিজিং এবং মাদকমুক্ত করে পুটাইলকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।তিনি আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতিকে ভোটদিয়ে জয়যুক্ত করতে ইউনিয়ন বাসির প্রতি আহবান করেন।
আওয়ামীলীগ পুটাইল শাখার সভাপতি মনোয়ার হোসেন বিশ্বাস গিনির সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি,জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড,গোলাম মহীউদ্দীন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাড আব্দুস সালাম,পৌর মেয়র মোঃ রমজান আলী,সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ইসরাফিল হোসেন,বীর মুক্তিযোদ্ধা পুটাইল কমান্ড এম এ হোসেন এমুখ।
বক্তারা বলেন, মহিদ একজন তরুন,সৎ,নীতিবান এবং কর্মঠ মানুষ।সকলদিক বিবেচনা করে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার হাতে নৌকা প্রতিক তুলে দিয়েছেন।নেত্রীজাকে নৌকার্ প্রতিক দিয়েছেন তার পক্ষে কাজ করে জয়যুক্ত করতে সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান। এসময় মাহিদের জন্য উপস্থিত সকলের কাছে নৌকা মার্কায় ভোট চাওয়া হয়।
শাহীন তারেক/স/বাংলা/১৮নভেম্বর