মানিকগঞ্জ, মার্চ ২৪, ২০২২

মানিকগঞ্জ সদর উপজেলার কৈতরা বাজারে পূর্ব শত্রুতার জেরে মনু শিকদার নামে এক ব্যবসায়ীর দোকান ভাংচুরের অভিযোগ উঠেছে পার্শ¦বর্তী ব্যবসায়ী শামীম,জিয়া এবং জাহাঙ্গীরের বিরুদ্ধে ।

এ ঘটনায় মনু শিকদার ২২মার্চ মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারন ডায়েরী করেছেন ।

মনু শিকদার আইর মারা এলাকার মৃত ভান শিকদারের ছেলে এবং শামীম,জিয়া, ও জাহাঙ্গীর একই এলাকার মোঃ ফজলুর ছেলে ।

সাধারন ডায়েরী সূত্রে জানা যায়, মনু শিকদার মানিকগঞ্জ সদর উপজেলার কৈতরা বাজারে একি গ্রীল ওয়ার্কসপের দোকান করে আসছিলো । তার পার্শবর্তী দোকানদার শামীম,জিয়া, এবং জাহাঙ্গীরের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় দন্দ চলে আসছিলো । এই দন্দের জেরে গত ১২ মার্চ বিকেল ৫টার সময় মনু শিকদারের দোকান বন্ধ থাকাবস্থায় শামীম,জিয়া এবং জাহাঙ্গীর দোকানঘরটি ভাংচুর করে ২২ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং ভবিষ্যতে মনু শিকদারকে মারপিট ও ক্ষুন করার হুমকি দেয় ।

এ বিষয়ে অভিযোগকারী মনু শিকদার জানান, আমি নিরুপায় হয়ে উক্ত ঘটনায় শামীম,জিয়া এবং জাহাঙ্গীরের বিরুদ্ধে থানায় সাধারন ডায়েরী করেছি । আমি তদন্ত সাপেক্ষ্যে এর সুষ্ঠু বিচার চাই ।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি ।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রউফ জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।-দৈনিক শীর্ষ বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *