মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ৯ ডিসেম্বর

প্রতিবন্ধী বিদ্যালয়গুলো একসঙ্গে স্বীকৃতি ও এমপিওভ‚ক্তকরণের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মস‚চি পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি এই কর্মস‚চির আয়োজন করে।

কর্মস‚চিতে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিশু ও কিশোর-কিশোরীদের শিক্ষার অধিকার বাস্তবায়নে ১১ দফা দাবি জানান প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকেরা। এর আগে সমাজকল্যাণ মন্ত্রীর কাছে এই ১১ দফা দাবিসম্বলিত স্মারকলিপি পাঠানো হয়।

বৃহস্পতিবার বেলা দুইটার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন কর্মস‚চির আয়োজন করা হয়। এতে সংগঠনের জেলা শাখার আহবায়ক ও শিবালয় উপজেলার তেওতা এলাকায় মুন্সি আবদুল আজিজ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা আক্তার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুর রহমান, আছমা আক্তার, মমতাজ আক্তার, শ্যামলী আক্তার ও রহিমা আক্তার প্রমুখ।

মানববন্ধনে শিক্ষকেরা শিশু ও কিশোর-কিশোরীদের শিক্ষার অধিকার বাস্তবায়নে ১১ দফা দাবি তুলে ধরেন শিক্ষকেরা। এসব দাবিগুলোর মধ্যে রয়েছে প্রতিবন্ধিতাসম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষানীতিমালা অনুযায়ি বিদ্যালয়সম‚হের একসঙ্গে স্বীকৃতি ও এমপিওভ‚ক্তকরণ, বিদ্যালয় কর্তৃপক্ষের নিয়োগের তারিখ হইতে বেতন-ভাতা, সকল বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের শতভাগ উপবৃত্তি প্রদান, সকল বিদ্যালয়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম অনুযায়ি বিনাম‚ল্যে পাঠ্যবই বিতরণ, ছাত্র-ছাত্রীদের উপযোগী স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনকরণ, সকল বিদ্যালয় নিয়মিত মনিটরিং নিশ্চিত করা, শিক্ষক-কর্মচারীদের মানোন্নয়নম‚লক প্রশিক্ষণসহ সংশ্লিষ্ট সকল সুযোগ ও সুবিধা নিশ্চিত করা, সকল বিদ্যালয় আধুনিক মানসম্পন্ন প্রতিবন্ধীবান্ধব ভবন নির্মাণ নিশ্চিতকরণ, আধুনিক থেরাপি সরঞ্জামাদি সরবরাহসহ থেরাপি সেন্টার চালু করা এবং শিক্ষাজীবন শেষে যোগ্যতা অনুযায়ি কর্মসংস্থানসহ আত্মনির্ভরশীল জীবনযাপনের নিশ্চয়তার ব্যবস্থা করা।

এর আগে সংগঠনের পক্ষ থেকে ১১ দফা দাবি বাস্তবায়নে জেলা সমাজকল্যাণ অধিদপ্তরের উপপরিচালকের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *