
মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ):
মানিকগঞ্জের সিংগাইরে উপজেলা আ’লীগের আয়োজনে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন-উপজেলা আ’লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ শনিবার(৫ জুন) সকাল ১১ টার দিকে পৌর কার্যালয়ে উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক বায়রা ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মনিরুজ্জামান হিরু সভাপতিত্বে এ সমাবেশ সঞ্চালনা করেন -উপজেলা আ’লীগের ২ নং যুগ্ন সাধারন সম্পাদক সায়েদুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন-উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও বলধারা ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খান, ১ নং যুগ্ন সাধারন সম্পাদক মো.শহিদুর রহমান শহিদ,পৌর মেয়র আবু নাঈম মো.বাশার,যুবলীগের সাধারন সম্পাদক রমিজ উদ্দিন,মোটর শ্রমিক লীগের আহবায়ক নাজিমুল ইসলাম জামাল,ছাত্রলীগের সভাপতি শাহিনুর ইসলাম শাহিন প্রমুখ। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা আ’লীগের সহ-সভাপতি রমজান আলী ও আনোয়ারা খাতুন, সদস্য ও সাবেক পৌর মেয়র মীর মো.শাহজাহান,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল,মোসা.শারমিন আক্তার,সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক ও আব্দুল বারেক খান,পৌর আ’লীগের সভাপতি আব্দুস ছালাম খান,যুবলীগের সভাপতি তমিজউদ্দিন,ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সিংগাইর সরকারি কলেজের এজিএস জাহাংগীর আলম ফাহিমসহ আ’লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পৌর এলাকার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে সিংগাইর বাসষ্ট্যান্ড এলাকায় সমাপ্ত হয়।