মানিকগঞ্জ প্রতিনিধি,২৬ ফেবব্রুয়ারী
মানিকগঞ্জে ইব্রাহীমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেনের উপর ছাত্রলীগ নেতাদের হামলার প্রতিবাদ ও দৃষ্টাস্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) মানিকগঞ্জ জেলা শাখার সদস্যরা।
আজ (রোববার) বিকেল সাড়ে ৩টায় জেলা শহরের মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) জেলা কমিটির সভাপতি মীর মোখসেদুল আলম, সাধারণ সম্পাদক আশুতোষ রায়, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি কাশিনাথ সরকার, সহসভাপতি ইস্কান্দার মির্জা, সদর উপজেলা শাখার সভাপতি দীনবন্ধু রায়, শিক্ষক নেতা হবিবর রহমান সরকার, আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আরশেদ আলী।
বক্তারা, অবিলম্বে প্রধান শিক্ষক আলতাফ হোসেনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
উল্লেখ্য,মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধূলশুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিদ মাহমুদ ইসলাম ও তার সগযোগিরা বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানের নামে ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেনের কাছে চাঁদা দাবি করে আসছিলেন । টাকা দিতে অস্বীকার করলে ছাত্রলীগের নেতা প্রধান শিক্ষকের ওপর ক্ষিপ্ত হন। এক পর্যায়ে ছাত্রলীগ নেতা তানজিদ মাহমুদ ইসলাম রবিন ও তার সহযোগীরা প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেনকে বেদম মারধর করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত২৩ ফেব্রæয়ারী বৃহস্পতিবার বেলা তিনটার দিকে মোটরসাইকেলে করে বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর শুভ্র দত্তকে নিয়ে প্রধান শিক্ষক উপজেলা সদরে অগ্রণী ব্যাংকে যাচ্ছিলেন। পথে মোহনপুর এলাকায় মোটরসাইকেলের সামনে এসে গতি রোধ করেন ছাত্রলীগের নেতা তানজিদসহ তাঁর ছয় থেকে সাতজন সহযোগী। এ সময় তাঁরা প্রধান শিক্ষক আলতাফ হোসেনকে মারধর ও লাঠি দিয়ে পেটান। তাঁকে রক্ষা করতে গেলে কম্পিউটার অপারেটর শুভ্র দত্তকেও মারধর করা হয়। প্রধান শিক্ষকের পাঞ্জাবির পকেট থেকে ৫ হাজার ৫০০ টাকা, হাতঘড়ি ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে হামলাকারীরা সেখান থেকে চলে যান। পরে স্থানীয় লোকজন তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।