মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে:
প্রয়াত বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের নিজ বাড়ি মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা ৩ নং ওয়ার্ড আজিমপুর গ্রামে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপি সাধুর মেলা। আজিমপুর ফকির মওলা দরবার শরিফ গদিনিসীন ও পৌর মেয়র আবু নাঈম মো.বাশারের প্রয়াত পিতা বাউল সাধক আব্দুর রশিদ সরকার স্মরনে ২১ ফেব্রুয়ারি এ মেলার আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ২১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ৪৭তম এ আসর। চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
মেলার মূল আকর্ষণ সাড়া দেশের বিখ্যাত বাউল শিল্পীদের অংশ গ্রহণে লোকজ ও পালা গানের আসর। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত অধ্যবধি পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা স্বনামধন্য বাউল শিল্পীরা এ মেলায় গান পরিবেশন করবেন।
এ মেলাকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় বইছে উৎসবের আমেজ। চলছে পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ। আগে থেকেই দোকানিরা বিভিন্ন পন্যের পসরা সাজিয়ে বসতে শুরু করছেন। বিনোদনের জন্য রয়েছে- নাগরদোলা, মিনিট্রেন ও ইলেকট্রিক নৌকাসহ বিভিন্ন প্রকার রাইডস। কোনো প্রকার অনুদান ছাড়াই নিজ অর্থায়নে ফকির মওলা দরবার শরীফ গদিনিসীন আবু নাঈম মো.বাশার এ মেলার আয়োজন করে থাকেন। ইতিমধ্যে দুর-দুরান্ত থেকে লোকজন এ মেলায় আসতে শুরু করেছেন। মেলায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি বিপুল পরিমাণ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। “পাক পাঞ্জাতন ও বিশ্ব মানবতার জয় হউক”এ শ্লোগান নিয়ে সাধুর মেলাকে সাফল্য ও স্বার্থক করতে ফকির মওলা দরবার শরিফ গদিনিসীন আবু নাঈম মো.বাশার সকলের সহযোগিতা কামনা করেছেন।