
মানিকগঞ্জ সংবাদদাতা,২৩ অক্টোবর
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদ সৃজন বন্ধ ও ১০ম গ্রেড দাবি বাস্তবায়নের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন ও সমাবেশ করেছে।
আজ (২৩ অক্টোবর) বুধবার বিকেলে মানিকগঞ্জ পিটিআইয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।
১০ম গ্রেড দাবি বাস্তবায়ন কমিটির মানিকগঞ্জের সভাপতি সিনিয়র শিক্ষক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে তৌফিক নেওয়াজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তরুণ সুত্রধর। স্বাগত বক্তব্য রাখেন,১০ম গ্রেড দাবি বাস্তবায়ন কমিটির মুখপাত্র যুবায়ের হোসাইন, আইরিন আক্তার,মো.মনিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দাবি নয়, এটি তাদের অধিকার। কিন্তু ১০ম গ্রেড বাস্তবায়ন না করে ষড়যন্ত্রমূলকভাবে সহকারী প্রধান শিক্ষক পদ সৃজন করা হচ্ছে। যা সহকারী শিক্ষক সমাজের নিকট অপ্রত্যাশিত, অনাকাঙ্খিত এবং হতাশাজনক। সহকারী শিক্ষকদের মতে সহকারী প্রধান শিক্ষক পদের কোনো প্রয়োজন নেই। এই পদ সৃজনের মাধ্যমে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকের পরবর্তী স্থান থেকে বঞ্চিত রাখার জন্য একটি বৈষম্যমূলক পদক্ষেপ।
বক্তারা আরো বলেন, সারা বাংলাদেশের সহকারী শিক্ষকগণ যখন তাদের ন্যায্য ১০ম গ্রেডের দাবীতে উত্তাল ঠিক সেই মুহুর্তে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড না দিয়ে স্থায়ীভাবে তৃতীয় শ্রেণির কর্মচারী করে রাখার একটি পরিকল্পিত ও ঘৃণ্য ষড়যন্ত্র।
এই পদ সৃজনের মাধ্যমে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের যৌক্তিক দাবি এবং প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পাওয়ার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে।