শাহীন তারেক.মানিকগঞ্জা  ,২৭ অক্টোবর

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নং ফেরিঘাটে রো রো ফেরি আমানত শাহ যানবাহন নিয়ে ডুবে গেছে।ডুবে যাওয়া আমানত শাহ ফেরি উদ্ধারের জন্য বেলা একটার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনা¯’লে এসে উদ্ধার কাজ পরিচালনা করেন। এ পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।ফেরির নিচে ফুটো থাকায় এ দূর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকবাবে ধারনা করছে ¯’ানীয়রা।

এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হককে আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠ করা হয়েছে।

গতকাল বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় রো রো ফেরি আমানত শাহ তীরের ভিড়ার সময় যানবাহন নিয়ে এ দুর্ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিসির আরিচা শাখার উপ-মহাব্যব¯’াপক মো. জিল্লুর রহমান জানান, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে রো রো ফেরি আমানত শাহ।ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়।ফেরিতে ১৭টি যানবাহন ছিল। ঘটনার পর খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনা¯’লে এসে উদ্ধার কাজ চালায়। উদ্ধারকারী জাহাজ হামজা ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।

ফায়ার সার্ভিসের সহকারি উপ-পরিচালক শরিফুল আলম জানান,আমদের ফায়ারসার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করেন। এখন পর্যন্ত কোন লাশ উদ্ধার হয়নি। আমাদের উদ্ধার কাজ অব্যাহত রয়েছে ।তবে কোন প্রণহানির সম্বাভনা নাই বলে জানান তিনি।

ফেরির যাত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, ফেরিঘাটের ৫ নাম্বার পন্টুনে নোঙর করার আগেই হুট করে পানি উঠতে শুরু করে ফেরিতে। পল্টুনের কাছা কাছি আসলে ফেরিটি ডান দিকে কাঁত হয়ে ডুবে যায়।তিনি তার সঙ্গে থাকা মোটরসাইকেল ফেরিতে রেখে পানিতে ঝাঁপ দিয়ে সাঁতড়ে পাড়ে উঠেন। এখন পর্যন্ত তার মোটরসাইকেল উদ্ধার হয়নি। ফেরিতে কোন বাস বা প্রাইভেটকার না থাকলে বেশ কয়েকটি মোটরসাইকেল এবং ১৫/১৬টি পণ্যবাহী ট্রাক ছিলো।

কুষ্টিয়া থেকে আসা ফেরিতে মোটরসাইকেল যাত্রী সুজন জানান,দৌলতদিয়া থেকে ছেড়ে আসার পর পদ্মার মাঝ নদী থেকেই ফেরিতে পানি ঢুকতে থাকে।পাটুরিয়া ঘাটে আসার পর ডান দিকে কাত হয়ে যায়।ভয়ে আমি লাফিয়ে মোটরসাইকেল রেখেই নদী ঝাপ দিয়ে তীরে উঠি।

 

ফেরির মাস্টার শফিকুল ইসলাম লিটন বলেন,ফেরির নিচে ফুটো দিয়ে ভিতরে পানি প্রবেশ করে ।এ কারনে ফেরিটি ডুবে যায়।

ফেরির ভারপ্রাপ্ত সারেং মুখলেছুর রহমান বলেন, ঘাটে এসে যানবাহন নামানোর এক পর্যায়ে কাত হয়ে ফেরিটি ডুবে যায়। ডুবে যাওয়া ¯’ানে পানির পরিমান কম।কিভাবে ফেরিটি ডুবলো বিষয়টি সম্পর্কে অবগত নন তিনি।

শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম জানু বলেন,ফেরি নিচে ফাট দিয়ে ভিতরে পানি প্রবেশ করায় এ দূঘটনা ঘটেছে বলে প্রাথমিকবাবে জানানতে পেরেছি।

মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন,ডুবে যাওয়ার আসল ঘটনার উদঘাটনার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হককে আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, দুর্ঘটনা¯’লে কয়েক’শ পুলিশ নিরাপত্তার কাজে দায়িত্বরত রয়েছে। ডুবে যাওয়া ফেরি থেকে উদ্ধার অভিযান চলমান রয়েছে। ঘাট এলাকায় কোন যাত্রী যাতে হররানি বা দুর্ভোগের শিকার না হয় সে জন্যে পুলিশ প্রশাসন সার্বিকক্ষন কাজ করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *