সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:জা
তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে মুজিব কোর্ট পরিহিত ১০৪ জন শিশু কিশোর নিয়ে ১০৪ পাউন্ড কেক কেটেছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু।
রবিবার(১৭ মার্চ) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কেক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান মোসা.শারমিন আক্তার,উপজেলা নির্বাহি অফিসার পলাশ কুমার বসু, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আব্দুল কাইয়ুম খান,সিংগাইর সার্কেলের এএসপি আব্দুল্লাহ আল ইমরান,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শাহিনুজ্জামান শিশির,উপজেলা কৃষি অফিসার হাবিবুল বাশার চৌধুরী,সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম,মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বলধারা ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ খান,বীরমুক্তিযোদ্ধা বসির উদ্দিন, মো.সাদেক আলী ও জগদীশ চন্দ্র মালো,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো.সায়েদুল ইসলাম,উপজেলা যুবলীগের সভাপতি মো.তমিজউদ্দিন ও সাধারন সম্পাদক মো.রমিজউদ্দিনসহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আওয়ামীলীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।এর আগে সন্ধ্যায় সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলুর নিজ এলাকায় বাইমাইল দেওয়ান প্লাজায় নেতাকর্মীদের নিয়ে এ উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করেন।
এ ছাড়া সকাল ৯ টা থেকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু, উপজেলা পরিষদ ,উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, ক্রীড়া সংস্থা, পৌর সভা, ইসলামিক ফাউন্ডেশন, উপজেলা সেচ্ছা সেবকলীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে শুভযাত্রা ইউএনও পলাশ কুমার বসুর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।