ডেক্স রেোপর্টঃ২অক্টোবর

আমলাতান্ত্রিক জটিলতাই ২০৩০ সালের মধ্যে সরকারের ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নে বাধা হয়ে দাড়িয়েছে । এবারের বাজেটেও এখাতে বরাদ্দ তিন শতাংশেরও কম। ফলে নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়ন আরো কঠিন হয়ে উঠেছে। জলবায়ু সমৃদ্ধির পরিকল্পনা অনুযায়ী ২০৫০ সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ¦ালানী নিশ্চিত করতে পারলে বাংলাদেশ পৃথিবীতে একটি উদাহরন হতে পারতো।
শতভাগ নবায়নযোগ্য জ্বালানী বাস্তবায়নের রোববার বরিশাল নগরীতে অনুষ্ঠিত রিক্সা শোভাযাত্রা শেষে সমাবেশে বক্তারা এসব মন্তব্য করেন। বরিশালের সাংস্কৃতিককর্মী, জলবায়ুকর্মী ও শতাধিক রিক্সাচালক এ শোভাযাত্রায় অংশগ্রহন করেন। বেসরকারি উন্নয়ন সংগঠন প্রান্তজন, বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট (বি.ডব্লিউ.জি.ই.ডি), উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোপ (ক্লিন) এবং উন্নয়ন বিষয়ক এশিয় জন-আন্দোলন (এ পি এম ডি ডি) যৌথভাবে এ কর্মসূচী পালন করেছে।
সমাবেশে বক্তারা বলেন, সরকারের ‘মুজিব জলবায়ু সমৃদ্ধি’র পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে পার্থক্য রয়ে গেছে। পরিকল্পনা বাস্তবায়নে বাজেট বরাদ্দ সহ সরকারের আরও সক্রিয় ভূমিকা নেয়া প্রয়োজন বলেও বক্তারা দাবী করেন। সমাবেশে জ¦ীবাশ্ম জ¦ালানীতে বিনিয়োগ বন্ধ সহ জলবায়ু দুর্যোগের হাত থেকে ভবিষ্যৎ প্রজম্ম রক্ষার দাবি জানানো হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক রনজিৎ দত্ত, শুভংকর চক্রর্তী, মো. রফিকুল আলম, মো. শওকত আলী বাদল, ইব্রাহিম হামিদ মাসুম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *