স্টাফ রিপোর্টার,

মোঃ মামুন মিয়া (৩৫) মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া এলাকার একজন বাসিন্দা, শহরে একটি ভিডিও এডিটিং এর দোকন ছিল । ২০১৮ সালে তাদের সংসার আলোকিত করে জন্ম নেয় একমাত্র সন্তান, তার নাম রাখায় হয় আল নাফি। ফুটফুতে শিশুটি স্বাভাবিক শিশুদের মতনই ছিল। জন্মের
বছরখানেক পর হতে শুরু হয় তার ব্যপক শ্বাস কষ্ট নিয়ে হাসপাতালে নেওয়া হলে জানতে পারে তার হার্টে সমস্যা আছে। জাতীয় হৃদরোগ ইন্সিটিটিউট
থেকে বিভিন্ন পরীক্ষার নীরিক্ষার পর জানা গেলে নাফির হার্ট শরীরের উল্টো পাশে অবস্থিত। নাফিকে বাঁচাতে চিকিৎসকগণ পরামর্শ দেয় দ্রুত
ভারতের নারায়ণা হাসপাতালের কয়েটি অপারেশন করানোর জন্য।
নিম্ন মধ্যবিত্ত মামুন দোকানের মালামাল, বসত ভিটাবাড়ী বিক্রি করে প্রায় ৩২ লক্ষ টাকা এবং ২০২১ সালের শুরুর দিকে তৎকালিন মানিকগঞ্জ
পুলিশ সুপার রিফাত রহমান শামীম সহ বিভিন্ন সামাজিক সংগঠন থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা সাহায্য পেয়ে ভারতের নারায়না হাসাপাতালে (দীর্ঘ
১৮মাস থেকে) পর পর ৪ অপারেশন করায় । নাফি দিন দিন সুস্থ হতে লাগছিল। চলতি বছরের জুন মাসে আবার নাফি আবার অসুস্থ্য হলে চিকিৎসা নিতে গেলে জানা যায় শিশুটির শরীরের বাসা বেধেছে ব্রেণের স্নায়ুতে দূরারোগ্য রোগ। এবারও চিকিৎসার জন্য ডাক্তার পরামর্শ দিয়েছে ভারত নিতে।
নিস্ব মামুনের চোখে মুখে হতশা, ডাক্তার জানিয়েছে নাফির রোগটি দীর্ঘদিন চালিয়ে যেতে হবে কত টাকা লাগবে তা বলা যাচ্ছে না । আর্তনাদ করে জানায়
এক মাসের বেশী সময় ঢাকায় নাফির চিকিৎসা চলছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় প্রচুর টাকা লাগছে। হাত একদমই খালি হয়ে আসছে, কি থেকে কি
করবো কিছুই বুঝতেছি না। নাফির সাথে আমি ও আমার স্ত্রী হাসপাতালে খাওয়ার খরচ কাছে নেই বললেই চলে, মিনতী করে আল্লাহর ওসিলা হিসাবে
সকলের কাছে সাহায্য প্রার্থনা করছে। নাফি কে বাঁচাতে সকলের কাছে সাহায্য প্রার্থনা করছে।

সাহায্য পাঠানের জন্য সোনালী ব্যাংক মানিকগঞ্জ শাখার হিসাব নং- ৪৫০৬২০১০২৪৯৭০, বিকাশ পার্সোনাল নাম্বার : ০১৮৭২-৬৪৩৯৭৯, নগদ
পার্সোনাল নাম্বার : ০১৭৬৬২৩০৫২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *