
মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে:
মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ ইট প্রস্ততকারী মালিক সমিতির সিংগাইর উপজেলা শাখার ৩ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি ইঞ্জি.মো.শাহাদৎ হোসেন সাধারন সম্পাদক ইঞ্জি.মো.আব্দুল কুদ্দুস কোষাধ্যক্ষ মো.মোয়াজ্জেম হোসেন নির্বাচিত করা হয়েছে।
গত সোমবার(২১ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার ইট প্রস্ততকারী মালিক সমিতির আয়োজনে বলধারা খোলাপাড়া এ,এ,বি ব্রিকসের নতুন অফিস কক্ষে এ ঘোষনা দেন-মানিকগঞ্জ জেলা ইট প্রস্ততকারী মালিক সমিতির সভাপতি বশির রেজা। পরে এ,এম,সি ব্রিকসের সত্ত্বাধিকারী মো.ফয়জুল ইসলাম এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন -জেলা ইট প্রস্ততকারী মালিক সমিতির সভাপতি মো.বশির রেজা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা ইট প্রস্ততকারি মালিক সমিতির সাধারন সম্পাদক শামছুল ইসলাম। অন্যন্যদের মধ্যে ছিলেন-সিংগাইর উপজেলা ইট প্রস্ততকারী মালিক সমিতির সাংগঠনিক আব্দুল আওয়াল,উপদেষ্টা মো.নরুল হক কোম্পানী,মো.হাবিবুর রহমান,জালাল উদ্দিন রুমী,শামীম আহমেদ,আকবর হোসেন,আনোয়ার হোসেনসহ বিভিন্ন ইট ভাটার মালিকগন উপস্থিত ছিলেন।