ডেক্স রিপোর্টঃ৩০ অক্টোবর
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগামী অর্থ বছরের জন্য ৪১ কোটি ৯৫ লাখ টাকা বাজেট অনুমোদন দিয়েছে। অথচ ফিফা-এএফসিসহ বিভিন্ন খাত থেকে বার্ষিক আয় হতে পারে ২৪ কোটি টাকার মতো। শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে বাফুফের বার্ষিক সাধারণ সভায় এ বাজেট অনুমোদন দেয়া হয়। প্রায় ১৭ কোটি টাকা ঘাটতি রেখে বাফুফে এ বাজেট অনুমোদন দেয়ায় ফুটবল অঙ্গনে এখন আলোচনার ঝড় বইছে।(সূত্র দৈনিক ইনকিলাব)
দেশের ফুটবলের জনপ্রিয়তা বর্তমানে শূন্যের কোটায়। জাতীয় দলের সাফল্য তো নেই বললেই চলে। ফলে এই মূহূর্তে ঘাটতি বাজেট পূরণ করা বাফুফের জন্য বড় চ্যালেঞ্জের। যা নিয়েছে তারা। বার্ষিক সাধারণ সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদি বলেন,‘আমাদের সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে ৪১ কোটি ৯৫ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে। আমরা ঘাটতি ১৭ কোটি টাকা স্পন্সর ও বিভিন্ন মাধ্যমে পূরণ করার চেষ্টা করবো।’
বাফুফের আর্থিক বছর শুরু হয় জানুয়ারিতে। আর শেষ হয় ডিসেম্বরে। গত অর্থ বছরে বাফুফের আয় ছিল ১৫ কোটি ৬৭ লাখ ৬৩ হাজার ৫৫৯ টাকা। এর বিপরীতে ব্যয় ছিল ২৩ কোটি ২২ লাখ ৮৪ হাজার ১৯১ টাকা। গত বছরের চেয়ে এবার বাফুফের প্রস্তাবিত ব্যয়ের অংক অনেক বেশি। বিশ্বস্ত সুত্রে জানা গেছে, বাফুফে গত বছর স্পন্সর থেকে পেয়েছিল মাত্র ৯২ লাখ টাকা।