
মানিকগঞ্জ প্রতিনিধি ১০ অক্টোবর
দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে, যারা নিহত হয়েছে তাদের স্মরণে মানিকগঞ্জে শোক র্যালী করেছেন জেলার বিএনপির নেতা কর্মীরা।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির আয়োজনে, সদর উপজেলার সেওতা এলাকার মডেল হাই স্কুলের সামনে থেকে র্যালী নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একি স্থানে এসে শেষ করে। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিএনপির সহ সভাপতি এ্যাডঃ আজাদ হোসেন খানের সভাপতিত্বে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাইদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ন সম্পাদক এস এম ইকবাল হোসেন, সত্যেন কান্ত পন্ডিত ভজন, যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন যাদু, ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম খান সজিব-সহ বিএনপির অন্যান্য নেতারা।
এসময় সভায় বক্তারা বলেন শেখ হাসিনার অবৈধ সরকারের লাগাহীন দুনীতির কারনে দেশ দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এই দেশের মানুষের জন্য বিএনপির নেতা-কর্মীরা শান্তিপূর্ণ আন্দোলনে নামলে নির্বিচারে নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে এবং পুলিশ গুলি করছে। এতে আমাদের অনেক নেতা কর্মী মারা গেছে। এই সরকার শধু মুখেই বলে গণতন্ত্রের কথা। বাস্তবে দেশে কোন গণতন্ত্র নায়।
তারা আরো বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ছাড়া কোন নির্বাচন হতে দেওয়া হবে না বলে জানান।