মানিকগঞ্জ সংবাদদাতা,২০অক্টোবর
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেন,সারা দেশে নির্বাচনে ঢেউ উঠেছে। নির্বাচন কমিশন আগামী ৮ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। নির্বাচনের তারিখ ঘোষণার আগ থেকেই প্রতি বারের মতো বিএনপি সাধারণ মানুষকে মিথ্যা ও অসত্য তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। বিএনপি ষড়যন্ত্র করে পূনরায় ক্ষমতায় আসতে চায়।
তিনি বুধবার মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মির্জা আজম বলেন, বেগম খালেদা জিয়া হলো চুন্নি ছেলে তারেক রহমান হলো খুনি তাদের কথায় দেশ চলতে পারে না। তাদের সকল যড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামী-লীগ প্রস্তুত আছে। তিনি বলেন, আমাদের দেশ এক সময় বিদেশ থেকে ভিক্ষা আনতো। বর্তমানে আর ভিক্ষা আনতে হয়না। আমরাই অন্য দেশকে ভিক্ষা দেই। শেখ হাসিনার নেতৃত্বেই সারা বাংলাদেশ শহরে পরিনত করেছে। অনুষ্ঠানের বিশেষ অতিথি আ’লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন ফারাজী বলেন, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের পিতা রুহুল আমিন রাজাকার ছিলেন।আজ দেশের সকল রাজাকার একত্রিত হয়েছে। তাদের মুখ থেকে এখনো পাকিস্তান স্বজনপ্রীতি দূর হয়নি। বিএনপি ষড়যন্ত্র করে আবার ক্ষমতায় আসতে চায়। দেশের মানুষ তাদের এস্বপ্ন বাস্তবায়ন হতে দিবে না। ঘিওর ডিএন হাই স্কুল মাঠে আয়োজিত সম্মেলনে উপজেলার সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ -১ আসনের সাংসদ এম এ নাঈমুল রহমান দূর্জয়, জেলা আ’লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিপি, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো,যুগ্ন সাধারণ সম্পাদক সূলতানুল আজম খান আপেল,ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা প্রমূখ।
সম্মেলন শেষে  আব্দুল আলীম মিন্টুকে সভাপতি ও হামিদুর রহমান আলাইকে সাধারণ সম্পাদক হিসাবে ঘিওর উপজেলা কমিটির নাম ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *