
সাংবাদিকদের হাতে সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মহান বিজয়ের মাসে স্থানীয় সাংবাদিকদের শুভেচ্ছা উপহার দিলেন সিংগাইর উপজেলা প্রশাসন। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ তার কার্যালয়ে সিংগাইর প্রেসক্লাব সংশ্লিষ্ট বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকদের হাতে এ শুভেচ্ছা উপহার তুলে দেন।
উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নানের উপস্থিতিতে শুভেচ্ছা উপহার গ্রহণ করেন- দৈনিক সংবাদ প্রতিনিধি মোঃ কোহিনূর ইসলাম রাব্বি, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশাহ, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন, দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ আতাউর রহমান, দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম তানভীর, সাপ্তাহিক সময়ের সাথে পত্রিকার সম্পাদক মোঃ জয়নাল আবেদিন, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মোঃ রকিবুল হাসান বিশ্বাস, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মোস্তাক আহমেদ, দৈনিক সমকাল প্রতিনিধি মোহাম্মদ আলী রিপন ও দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান।