মানিকগঞ্জ প্রতিনিধি ,

মানিকগঞ্জের ঘিওরে কলতা অভয়াচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী সভা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কলতা অভয়াচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের
আয়োজনে মাদক বিরোধী সভায় শিক্ষার্থীরা শপথ গ্রহণ করেন তার শিক্ষা জীবনসহ ভবিষ্যতে কর্মজীবনের মাদক গ্রহন করবেন না বরং মাদকের কুফল সম্পর্কে সমাজকে সচেতন করবেন নিজ দায়িত্বে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুর আলম খানের সভাপতিত্বে মাদক বিরোধী সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাফিজুর রহমান, জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার অপু মোহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদনন্ত) ইমতিয়াজ মাহবুব, শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম খান, নালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মধু, অ্যালামনাই অ্যসোসিয়েশননের এডমিন হারুন অর রশিদ ও মোশারফ হোসেন খোকন প্রমুখ । সভায় বিদ্যালয়ে বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, ‘যুবক ও তরুনরা মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকের ছোবলে অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে। এর থেকে মুক্তি পেতে হলে সমাজের সকল স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সমাজ থেকে মাদক মুক্ত করতে হলে শিক্ষার্থীদের বিশেষ ভ‚মিকারয়েছে।আপনাদের সহযোগিতা পেলে অতি সহজেই সমাজ থেকে মাদককে নির্মূল করতে পারবো।’ পরে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ করান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *