শাহীন তারেক, মানিকগঞ্জ,২৯সেপ্টেম্বর

মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার বলেন,শারদীয় দুর্গোৎসবের সময় বিশৃঙ্খলা রোধে সকলকে একযোগে কাজ করতে হবে। সকল মদের দোকান গুলো পূজার সময় বন্ধ রাখা হবে। যারা এই সময়ে লাইসেন্সধারী তারাও এ সময় মদের দোকান থেকে মদ কিনতে পারবেন না।এ জন্য তিনি সকলের সহযোগিতা চান।

২৯ সেপ্টেম্বর সাড়ে ৩ টার দিকে মানিকগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিলশেডে সামাজিক নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি এবং আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা সংক্রন্তে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার,পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, (প্রশাসন ও অর্থ) মোহাঃ হাফিজুর রহমান।

অনুষ্ঠানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস),ইমতিয়াজ মাহবুব সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) , মুহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল  নুরজাহান লাবনী, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফা জহুরা, আনসার ভিডিপির জেলা কমান্ডার এফতেখারুল ইসলাম , এখন এসে আমার উপ- পরিচালক,আব্দুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার, পূজা উদযাপন কমিটির জেলা ও উপজেলা পর্যায়ের সভাপতি ও সেক্রেটারি, সকল থানার অফিসার ইনচার্জ এবং সকল থানা থেকে আগত জনপ্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *