তাওহীদ হাসান,২২ নভেম্বর
আসন্ন আগামী ২৯ নভেম্বর নির্বাচনে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো.নাসির উদিদ্দেন পক্ষে ভোট প্রার্থনা করলেন নিব্যাচনী সভায় জেলা আ”লীগের নেতৃবৃন্দ।
আজ রোববার পালড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মো.নাসির উদ্দিনের নির্বাচনী সভায় বক্তব্য রাখেন জেলা আ”লীগের সহসভাপতি পৌরসভার মেয়র মো.রমজান আলী,যুগ্ন সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেল,উপজেলা আ”লীগের সাধারন সম্পাদক ও গড়পাড়া ইউনিয়নেরর চেয়ারম্যান আফছার উদ্দিন সরকার,সাংঠনিক সম্পাদক মফিজুর রহমান মফেল,উপজেলা যুবলীগের সভাপতি মো. খলিলুর রহমান ও আ”লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ ইউনিয়নের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন ইউনিয়নের উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।যে ইউনিয়নের নৌকা কম ভোট পাবে সে ইউনিয়নেরিউন্নয়ন কম হবে।তাই উন্নয়নের স্বার্থেই আগামী ২৮ নভেম্বরের নির্বাচনের নৌকায় ভোট দিতে হবে। বক্তারা আরো বলেন সদর উপজেলায় ১১ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামীলীগ থেকে বহিস্কার করা হয়েছে।