
মানিকগঞ্জ প্রতিনিধি.২২ আগস্ট
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং শেখ হাসিনার ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও সামাবেশ করেছে মানিকগঞ্জে ইসলামিয়া কামিল মাদ্রাসার ছাত্ররা।
বৃহস্পতিবার(২২ আগস্ট) বিকেলে কামিল মাদ্রাসার সামনে থেকে থেকে একটি মিছিল বের করে ।মিছিলটি শহর প্রদক্ষিন শেষে স্থানীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে।
সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সায়েদুল জামান নূর আলবি,কামিল মাদ্রাসার ছাত্র ও সমন্বয়ক মো.রমজান আলী,সমন্বয়ক ওমর ফারুক ও এডভোকেট রাকিবুল ইসলাম সিমায় প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, একটি অপশক্তি ও স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতন হওয়ার পরও নানা ধরনের ষরযন্ত্র অব্যাহত রেখেছে। তারা ষরযন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। গণঅভ্যুথানে নিরিহ ছাত্র- জনতাদের উপর নির্বিচারে গুলি বর্ষণ করে হত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের আন্তজার্তিক আদালতে বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান তারা।