মানিকগঞ্জ জেলা সংবাদদাতা, ৫ জানুয়ারী

মানিকগঞ্জের হরিরামপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে সাত দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানা এ রায় দেন।

জেলার হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কামার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় জোড় করে ভোট কেন্দ্রে ঢুকে ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন করে জোরপ‚র্বক নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করায় বেলা সাড়ে ১২ টার দিকে র‌্যাব-৪ সদস্যরা তাদের কেন্দ্রের ভিতরে আটক করে। আটককৃতরা হলেন, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর রাহি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ হাসান খান সাকিব,বিশাল বনিক, তৌহিদুর রহমান, সুকান্ত দাশ, অভিজিত সাহা, অভিজিত কুমার শীল, সাগর দাশসহ আরো দুই জন। এ ঘটনায় কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে গেলে এক ঘণ্টা ভোট কার্যক্রম স্থগিত রাখেন প্রিজাইডিং কর্মকর্তা। বেলা দেড়টার দিকে মাইকে পুনরায় ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেয়ার আহŸান জানানো হয়। প্রিজাইডিং অফিসার মোঃ শামীম মিয়া বলেন, কেন্দ্রে ঝামেলা ঘটলে ভোটগ্রহণ একঘন্টা স্থগিত রাখা হয়। তাৎক্ষণিকভাবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করলে তারা এসে পরিস্থিতি শান্ত করেন। যারা বিশৃংখা সৃস্টি করেছিলো তাদের ভ্রাম্যমান আদালতের মধ্যে কারাদন্ড দেওয়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *