
মানিকগঞ্জ সংবাদদাতা, ৯জানুয়ারি
মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ এলাকায় “খানবানিয়ারা তালিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা”র শিশুদের মাঝে শীতবস্ত্র, গাছের চারা ও উপহার সামগ্রী বিতরণ করেন ছিন্নমূল পথশিশু কল্যাণ ফাউন্ডেশন”।
গতকাল বিকেলে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনি জেনারেল হাসপাতালের চেয়ারম্যান লায়ন ডা: দিলকুশা আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়মন্টপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন, , ছিন্নমূল পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা শুভঙ্কর সাহা, মোস্তাক আহমেদ বিনু, মোঃ কামরুল হাসান, কাজী মকবুল হোসেন ।
সার্বিক সহযোগিতায় ছিলেন ছিন্নমূল পথশিশু কল্যাণর উপদেষ্টা লায়ন আসলাম হোসেন,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত মাদ্রাসার মুহতামিম, মুফতী আলমগীর হোসেন।
“ছিন্নমূল পথশিশু কল্যাণ ফাউন্ডেশন” এর চেয়ারম্যান, লায়ন মুহাম্মদ আলমগীর কবিরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তারা সবসময় মানবিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে অঙ্গীকার করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মাদ্রাসার এতিম শিশুদের জন্য ২০,০০০/- টাকার চেক উপহার প্রদান করেন।
অনুষ্ঠানে “ছিন্নমূল পথশিশু কল্যাণ ফাউন্ডেশন” এর চেয়ারম্যান লায়ন মুহাম্মদ আলমগীর কবীর বলেন,
নিম্ন আয়ের মানুষ গুলো সমাজ থেকে পিছিয়ে থাকেন সব সময়, শিশুরাও তার ব্যতিক্রম নয়। পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে তারা শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, বাসস্থানের অভাবে সকল সময় মানবেতর জীবন যাপন করে। তাদেরকে নিয়েই আমাদের পথচলা শুরু।
ছিন্নমূল, সুবিধা বঞ্চিত, পথ শিশুদের জন্য শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, উন্নত বাসস্থান সহ সামাজিক মর্যাদা উন্নয়নে অদম্য প্রত্যয় নিয়ে কাজ করবে “ছিন্নমূল শিশু কল্যাণ ফাউন্ডেশন”।
এই অলাভজনক, সেবামূলক সংগঠনের সহিত যুক্ত হোন। পরিচিতজনদের যুক্ত করুন। এগিয়ে আসুন সহযোগিতার হাত বাড়িয়ে এই সমস্ত বঞ্চিত ছিন্নমূল পথশিশুদের পাশে।
উল্লেখ্য , এ কমসূচীর মাধ্যমে ১০০ টি শীতবস্ত্র (কম্বল) উপহার বিতরণ, ১০০ টি ফলজ গাছের চারা উপহার বিতরণ (বৃক্ষরোপন সহ), মাক্স বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা, ডায়রিয়া প্রিভেনশন এর জন্য ওরস্যালাইন, নেইল কাটার, সুস্থতা সামগ্রী ও এতীমদের মধ্যে দুপুরের খাবার (হাঙ্গারফিড কার্যক্রম) পরিচালনা হয়। উক্ত অনুষ্ঠানে সাধারণ মানুষও ফ্রী মেডিকেল ক্যাম্পের সুবিধা পায়।