আবুল বাসার আব্বাসী,মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ১৩ জানুয়ারী
মানিকগঞ্জের পুটাইল ইউপির নবর্নিবাচিত চেয়ারম্যান মহিদুর রহমান মহিদ বলেছেন,আপনারা ইউনিয়নবাসি যেভাবে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে চেয়ারম্যান বানিয়েছেন। আমি সকলের কাছে কৃতঙ্গ। আপনারা যে আসানিয়ে আমাকে মনে প্রানে ভালবেসে ভোট দিয়েছেন আমি যেন সেই আমানত রক্ষাকরতে পারি। পাচটি বছর আপনাদের পাশে থেকে ইউনিয়ন বাসির সেবা করতে পারি। গত বুধবার দুপরে সদর উপজেলার পুটাইল ইউনিয়ন পরিষদ র্নিবাচনে নবর্নিবাচিত ইউপি সদস্যদের অভিষেক অনুষ্ঠানে নবর্নিবাচিত চেয়ারম্যান মহিদুর রহমান মহিদ সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। তিনি পুটাইল ইউনিয়নকে সন্ত্রাস, মাদকমুক্ত বাল্যবিবাহ বন্ধসহ একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। হাফেজ কারী ইব্রাহীম খলিলের কোর-আন তেলাউয়াত ও দীনবন্ধু রায়ের গীতাপাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের র্কাযক্রম শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে আওয়ামীলীগ পুটাইল ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক জামাল উদ্দীনের সঞ্চচালনায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যন মোঃ ইসরাফিল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মোঃ রমজান আলী অতিরিক্ত সচিব উপ-আনুষ্ঠানিক ও প্রাথমিক শিক্ষা,কাজি মফিজুল ইসলাম মফেল সাংগঠনিক সম্পাদক সদর থানা আওয়ামীলীগ,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ তোতা,
মনোয়ার হোসেন বিশ্ববাস গিনি সভাপতি পুটাইল শাখা আওয়ামীলীগ,আব্দুস সামাদ সভাপতি জাতীয় পার্টি পুটাইল শাখা,দীনবন্ধু রায় প্রধান শিক্ষক লেমুবাড়ী উচ্চ বিদ্যালয়,মজিবুর রহমান প্রধান শিক্ষক ঘোস্তা দিদার মামুদ উচ্চ বিদ্যালয় সমাজ সেবক মোঃ শাহিনুর রহমান, ।মোঃ রেজাউল করিম বিশ্বাস ভুলু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *