স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ (২১ অক্টোবর)
মানিকগঞ্জের ভবঘুরে, নেশাগ্রস্ত ও ভিক্ষাবৃত্তির সাথে জড়িত শিশু-কিশোরদের তালিকা করে শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
আজ (সোমবার) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা মানবাধিকার লঙ্ঘন ও সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জানা যায়, মানিকগঞ্জের বহু শিশু-কিশোর পরিবারের সদস্যদের অবহেলায় ভিক্ষাবৃত্তি, মাদকসেবনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। সেসব শিশু-কিশোররা দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় বেড়ে উঠলেও তাদের মানবিক ও মানসিক বিকাশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন নজরদারি ছিলনা।
মানিকগঞ্জের অবহেলিত শিশু-কিশোরদেরদের ভিক্ষাবৃত্তি, ভবঘুরে অবস্থায় রাস্তাঘাটে মাদক সেবন ও তাদের মানবেতর জীবনযাপন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এসব নিয়ে সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস। এরপর সভার সভাপতি ও জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, সিভিল সার্জন ডা: মো: মকছেদুল মোমিন, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল বাতেনসহ অন্যান্যরা শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর প্রস্তাবকে সমর্থন করেন।
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, ‘অবহেলিত শিশু-কিশোরদের উন্নয়নে আমরা আগে থেকেই কাজ করে যাচ্ছি। আইন অনুযায়ী এসব শিশু-কিশোরদের তালিকা করে তাদেরকে সরকারি শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *