
মানিকগঞ্জ সংবাদদাতা, ১৪ অক্টোবর
মানিকগঞ্জের আইরমারা মিতরা বয়েজ স্পোটিং ক্লাবের উদ্যোগে ঘরোয়া ফুটবল লীগ’২০২৩ এর ফাইনাল খেলায় সুপার বয়েজকে ৬-৫গোলে হারিয়ে গোল্ডেন বয়েজ চ্যাম্পিয়ন হয়েছেন।
গতকাল শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুদেব কুমার সাহা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইরমারা-মিতরা বয়েজ স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ ইসহাক মিয়ার সভাপতিত্বে ও শাহীন তারেকের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন বেতিলা-মিতরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী বাবু অপূর্ব দত্ত, আওয়ামী লীগ নেতা রাজা কন্ট্রাকটার, বিশিষ্ট সমাজ সেবক বিল্লাল উদ্দিন,বজলুর রহমান, বাবুর স্বপন চৌধুরী, জিয়া উদ্দিন আহমেদ,মোঃ আসলাম হোসেন, আব্দুর রহমান,জহিরুল ইসলাম জাহাঙ্গীর, মিজানুর রহমান বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের সদস্য মঞ্জুরুল আলম মঞ্জু,ব্যাবসায়ী মোঃ আসলাম হোসেন,সমাজ সেবক আব্দুর রহমান, বেলায়েত হোসেন,সোরহাব হোসেন,লুৎফর রহমান শাহিন।
খেলা পরিচালনা কমিটির সদস্য মহিউদ্দিন খান হাবু,আক্কাছ আলী,দিনার খান, আজিম খান, কোহিনুর ইসলাম,আল মামুন, আব্দুল হালিম,ফিরোজ খান,রতন মিয়া ও তুহিন প্রমূখ উপস্থিত ছিলেন।।
খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তারেক আজিজ।
নির্দিষ্ট সময়ে খেলাটি অসমাপ্ত থাকায় পরে টাইব্রেকার এর মাধ্যমে ৬-৫ গোলে গোল্ডেন বয়েজ বিজয়ী হন।