মানিকগঞ্জ সংবাদদাতা,২১ অক্টোবর
মানিকগঞ্জের ঘিওরে হেরোইনসহ আব্দুল করিম (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সোমবার(২১ অক্টোবর )দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার তরা এলাকার মুন্ন পোশাক কারখানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল করিম ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তরা বানিয়াজুরী এলাকার মৃত সাহাব আলীর ছেল। তিনি এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী।
মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের(ডিবি)ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. আবদুল হাই তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল করিমকে আটক করা হয়। আটকের পর তার কাছ ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৬০ হাজার টাকা।পরে তাকে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়। এঘটনায় ঘিওর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।