মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জে বন্যা, ঘূর্ণিঝড়, কোভিড ১৯ মোকাবেলায় করণীয় সক্ষমতা বৃদ্ধি বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মাঝে দিনব্যাপী কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের আয়োজনে ও স্থানীয় সরকারের উপ-পরিচালক ও উন্নয়ন প্রকল্প বিভাগের সহযোগিতায় কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ।
কর্মশালায় ১২০ টি প্রাথমিক বিদ্যালয়ের ১৪১ জন সহকারী শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন।
এ সময় সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে অনন্যের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ইসরাফিল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী প্রমূখ।