মানিকগঞ্জ  সংবাদদাতাঃ২৭ জুলাই
মানিকগঞ্জের নবাগত জেলা প্রশাসক রেহেনা আকতারের সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্প্রতিবার(২৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)সানায়ারুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক রেহেনা আকতার,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সানজিদা ইয়াসমিন,প্রেসক্লাবের এডহক কমিটির আহবায়ক গোলাম সারোয়ার ছানু,সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী,সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক শাহজাহান বিশ্বাস,সাবেক যুগ্নসম্পাদক মো.শাহানুর ইসলাম,সাবেক যুগ্নসম্পাদক মনিরুল ইসলাম মিহির, কোষাধ্যক্ষ শাহীন তারেক,সাবেক ক্রীড়াসম্পাদক মো.আশরাফুল আলম লিটন,আব্দুল মোমিন,আজিজুল হাকিম প্রমূখ।
এসময় জেলা প্রশাসক রেহেনা আকতার জেলার সার্বিক উন্নয়ন কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন,মানিকগঞ্জের উন্নয়নে এবং মানিকগঞ্জবাসীর কল্যাণে আপনাদের সকলকে সাথে নিয়ে আমার নিরন্তর প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ লক্ষ্যে মানিকগঞ্জের সকল স্থরের মানুষের আন্তরিক সহযোগিতা ও আনুকূল্য কামনা করছি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *