মানিকগঞ্জ প্রতিনিধি।। ১৮ মে ।।
মানিকগঞ্জের পুটাইলে বেসরকারি সংস্থা লোকমোর্চা এর সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুুুরে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সামাজিক সুরক্ষা কর্মসূচির সচ্ছতা এবং জবাব দিহিতা নিশ্চিতকরণে নাগরিকদের দাবি উত্থাপন প্রকল্প লোকমোর্চা এ অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত প্রশিক্ষন র্মশালায় পুটাইল ইউনিয়ন শাখার সভাপতি মো: চুন্নু মিয়া এ কর্মশালার উদ্ধোধন করেন।
উদ্ভোধন শেষে মানুষের সাধারন মৌলিক অধিকার, গনতান্ত্রিক সুশাসন ডোমেইন,সামাজিক ও জলবায়ু ঘাত,সহিঞ্চুতা ডোমেইন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন লোকমোর্চা সংস্থার জেলা কো- অর্ডিনেটর মো: এনামুল হক লিটন ও মো: আসরাফুল ইসলাম । আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলার সহ- সভাপতি মো: আবুল বাসার আব্বাসী, জামাল উদ্দীন মাস্টার সাধারন সম্পাদক পুটাইল শাখা আওয়ামীলীগ, বীর মুক্তিযােদ্ধা আব্দুর রহমান, উক্ত সংস্থার পুটাইল শাখার সাধারন সম্পাদক মো: কৌশিক আহমেদ অনিক, সহ-সাধারন সম্পাদক আতোয়ার রহমান,সালমা বেগম,রুবিয়া পারভিন নুরজাহান বেগম, এক নং ওয়ার্ড মেম্বার মো: জসিম উদ্দীন, আব্দুর রহমান মেম্বার প্রমুখ।