আবুল বাসার আব্বাসী। মানিকগঞ্জ,৩০ মার্চ

মানিকগঞ্জের নবগ্রাম ইউনিয়নের বারইল এলাকায় মক্কা- মদিনা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্ধোধন করা হয়েছে। বুধবার সন্ধায় মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্য্যান মো: ইসরাফির হোসেন প্রধান অতিথী হিসেবে ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ধোধন করেন। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো: আজাহারুল ইসলাম আজাহারের সভাপতিত্বে বিশেষ অতিথীর বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: শামীম হোসেন, নবগ্রাম ইউপি চেয়ারম্যান গাজী হাসান আল মেহেদী সুহাস, জমিদাতা ও সমাজসেবক মাো: ইব্রাহীম প্রমুখ।No description available.হেদী সুহাস, জমিদাতা ও সমাজসেবক মাো: ইব্রাহীম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *