মানিকগঞ্জ সংবাদদাতা,২৪ আগস্ট

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়,সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ মানিকগঞ্জ জেলার বেউথা মিফতাহুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেন।

আজ শনিবার (২৪ আগস্ট ) পনে ১০ টার দিকে মাননীয় উপদেষ্টার শ্বশুর মরহুম তাইজুল ইসলাম এর কবর জিয়ারতের উদ্দেশ্যে পৌরসভার বেউথা মিফতাহুল হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেন এবং ছাত্রদের সাথে কথা বলেন। পরে মাদ্রাসার পাশে কবরস্থানে তাঁর শ্বশুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

কবর জিয়ারত শেষে শিবালয় উপজেলার পাটুরিয়াস্ব মানিকগঞ্জ-৩৫ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্ট পরিদর্শন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *