নিজস্ব প্রতিনিধি ,০২ নভেম্বর
আসন্ন মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডে ৮জন মেম্বার প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছে। একটি ওয়ার্ডে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় সাধারন ভোটাদের মধ্যে কৌতুলের সৃষ্টি হয়েছে।
এ ছাড়া একই ওয়ার্ড থেকে রয়েছে দুই জন চেয়ারম্যান ও একজন মহিলা মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বলে জানা গেছে। সব মিলে একটি ওয়ার্ড থেকে ১১জন প্রার্থী নির্বচনী মাঠে নেমেছে।
চেয়াম্যান প্রার্থী হলেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে আলহাজ্ব মো.নাসির উদ্দিন,জাকেরপাটি(গোলাপফুল)থেকে আব্দুর রাজ্জাক বাবুর্চী। মহিলা মেম্বর পদে মাকসুদা বেগম ও সাধারন সদস্য(মেম্বার)পদে বর্তমান মেম্বার লুৎফর রহমান আনোয়ার হোসেন শাহিন,সাবেক মেম্বার একলাছ উদ্দিন,মো.ছকেল উদ্দিন,হাসেম মোল্লা,জাকির হোসেন খান,আতিকুর রহমান,খায়রুদ্দিন ওরফে খয়ের ও এন এম মঞ্জুর আলম মঞ্জু।
মানিকগঞ্জ সদর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের মনোনয়ন পত্র জমা দেওয়ার আজ ছিল শেষ দিন। আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহন হবে।