মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ সদর ইপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ- নির্বাচনে মোশারফ হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার (৯ মার্চ) : মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন শুষ্ঠ ও শান্তীপূর্নভাবে শেষ হয়েছে। এতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোশারফ হোসেন। তার প্রতিক ছিলো অটোরিক্সা।
মানিকগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোছাঃ জোবাইদা খাতুন সাক্ষরিত নির্বাচনী ফলাফল থেকে জানা যায়,মোশারফ হোসেন অটোরিক্সা প্রতিকে পেয়েছেন ২,৬৬৩ ভোট। তার নিকটতম প্রতিদন্ধী মোঃ সুমন মিয়া আনারস প্রতিকে পেয়েছেন ২,৫৯১ ভোট।
সর্বমোট মোট ভোটের সংখ্যা ১১৪১৯, বৈধ ভোটের সংখ্যা ১১৩০৯ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ১১০ বলে জানান তিনি। উল্লেখ্য গত ২৭ ডেসেম্বর ২০২৩ চেয়ারম্যান আব্দুল জলিল মোল্লা মারা গেলে পদটি শূন্য হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *