মানিকগঞ্জ প্রতিনিধি,২৮ মার্চ

বৈদ্যুতিক খুঁটি বসিয়ে বসতঘরের উপর দিয়ে উচ্চ ভোল্টেজের তার টেনে নেওয়ায় মানিকগঞ্জ সদর উপজেলা মিতরা মিস্ত্রিপাড়া গ্রামে প্রায় ২০টি পরিবার রয়েছে আতঙ্কে।এসক পরিবারের লোকজন কোন উপায়ন্তর না পেয়ে তাদের ঘরের মধ্যেই সেই বৈদ্যুতিক খুঁটি রেখে বসবাস করছে।ঝুঁকিপূর্ন খুটি অপসারণের দাবী জানিয়েছেন ভুক্তভোগি পারিবারের লোকজন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রায় ত্রিশ বছর আগে মিতরা রমজান আলী হাই স্কুল হইতে মিতরা সূত্রধর পাড়ার উপর দিয়ে বিদ্যুতের লাইনটি টানা হয়েছে।অনেকের টিনের চালের সাথে তারগুলো ঘষা লেগে ছিড়ে গেছে।বাড়ীর মালিকরা ছিড়া স্থানগেুলো কস্টিপ দিয়ে পেছিয়ে দূর্ঘটনা এড়ানোর চেষ্টা করছে।

স্থানূীয় হরিদাস রায় জানান, ব্যক্তি মালিকানাধীন রেকর্ডীয় সম্পত্তিতে থাকা খুঁটি না সরানোয় বাধ্য হয়েই ঝুঁকির মধ্যেই বসবাস করতে হচ্ছে।তারা একাধিক বার পল্লী বিদ্যুৎ অফিসে লাইনটি সড়ানোর আবেদন করেছে স্থানীয়রা।কিন্ত কর্তৃপক্ষ বিভিন্ন সময় সড়ানোর আশ্বাস দিলেও এখনও তার কার্যকর পদক্ষেদ চোখে পড়েনি।

স্থানীয় বাসিন্দারা গোকল আনন্দ রায় বলেন, এ বিদ্যুতের তার ও খুঁটির জন্য তিনিসহ স্থানীয় প্রায় ২০টির মতো পরিবার আতঙ্কে রয়েছে। রাতের বেলায় ঘুমাতে গিয়ে যেন ঘুমাতে পারেনা। বিশেষ করে ঝড়-বৃষ্টির রাতে বেশি ভয় হয়, যদি তার ছিঁড়ে পড়ে যায় কোনো ঘরের ওপর, তবে সেখানে মৃত্যু অনিবার্য।তিনি আরো বলেন,জগবন্ধু ও হরিপদ রায়ের নির্মাণাধীন টিনের ঘরের উপরের টিনের চালের সাথে বিদ্যুতের তার সংযুক্ত হয়ে আছে। ঝুঁকিপূর্ন লাইনটি অন্যত্র সড়িয়ে নেওয়ার দাবী জানান তিনি।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *