সিংগাইর মানিকগঞ্জ ,২৯নভেম্বর
মানিকগঞ্জ সিংগাইরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামালসহ ১০ জনকে গ্রেফতার  করেছে থানা পুলিশ ।
এ বিষয়ে আজ (২৯নভেম্বর) বুধবার মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খান পিপিএম বার এবিষয়টি নিয়ে প্রেস ব্রিফিং প্রদান করছেন।
প্রেস ব্রিফিংয়ে জানান,গত ১৯শে নভেম্বর দিবাগত রাত অনুমান ৩ টারয দিকে ৯/১০ জনের ডাকাত দল সিংগাইর থানার ধল্লা ইউনিয়নের গাজিন্দা (হঠাৎপাড়া) এলাকায় সৌদি প্রবাসী জুয়েল রানার বাড়িতে বাঁশের মই দিয়ে বিল্ডিংয়ের ছাদে উঠে চিলেকোঠার দরজা খুলে বিল্ডিংয়ে প্রবেশ করে।
ভিতরে প্রবেশ করে ডাকাতরা,জুয়েল রানার স্ত্রী মনি বেগম, ভাই সোহেল রানা, মা জাহানারা বেগম, ভাগিনী আশা মনিকে ধারালো রাম দা, লোহার শাবল, লোহার কাটার ও রড ইত্যাদি দিয়া মারপিট করে গরুতর আহত করে ।এসময় বাড়ীর লোকজনকে ভয়-ভীতি দেখিয়ে ৩৩ ভরি, ১৪ আনা ওজনের স্বর্ণালংকার সহ ঘরের দামি বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। য়ার আনুমানিক মূল্য ৩৫,১৮,৫০০ (পঁয়ত্রিশ লক্ষ আঠার হাজার পাঁচশত) টাকা।
তারি পরিপ্রেক্ষিতে গত ২১শে নভেম্বর প্রবাসীদের স্ত্রী মনি বাদি হয়ে সিংগাইর থানায় একটি মামলা দায়ের করলে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, পিপিএম বারের নির্দেশনায় প্রযুক্তির সহযোগিতায়  ‘ডাকাতি করার সময় দেশীয় অস্ত্র সরঞ্জাম মালামাল উদ্ধার সহ ১০জন-কে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটককৃতরা  হলেন , ধামরাই থানার চৌঠাইল দক্ষিণপাড়া মৃত হেলাল উদ্দিনের ছেলে মোঃ সেলিম মিয়া ,মোঃ আলেক, মালেক , ধামরাই এলাকার হোসেন আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মোঃ খলিল মিয়া,দূর্গাপুর চর এলাকার মৃত ইউনুছ মিয়া,ছেলে
সামসুল ইসলাম ,পূর্ব ভাকুম এলাকার
মৃত পরান ফকিরের ছেলে সুমন ফকির , সিংগাইরের জামশা গোলাইডাঙ্গা এলাকার সাহাদৎ হোসেনের মেয়ে তানিয়া, মৃত পরান ফকির,পূর্ব ভাকুম এলাকার সুমন, জামির্ত্তা ইউনিয়নের কহিলাতলী এলাকার মৃত ফজল শেখের ছেলে মোক্তার হোসেন, চর দূর্গাপুর এলাকার রজ্জব আলীর ছেলে সজিব মিয়া ও রাজবাড়ী জেলার চর দৌলতদিয়া চাইলেন চর এলাকার -মৃত মোজাহার মোল্লার ছেলে আইয়ুব মোল্লা ।
পুলিশ জানায়,গ্রেফতারকৃত ডাকাত মোঃ সেলিম মিয়া ওরফে সলিম খান, মোঃ খলিল মিয়া, মোঃ সামসুল ইসলাম, মোঃ মোক্তার হোসেন, মোঃ সজিব মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *